বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে দুই জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৩০০ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ২৮৭ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪১০ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৩ হাজার ৪১৯ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ১৮ শতাংশ। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৯২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১৭৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৭ দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুবরণকারীদের একজন পুরুষ, একজন নারী। তারা সিলেট ও ময়মনসিংহে অবস্থান করছিলেন।
মন্তব্য করুন