শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সহজ শর্তে ঋণ চাই

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও আয়তনের দিক থেকে ছোট একটি দেশ। আয়তনে ছোট ও ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে প্রতিটি কর্মক্ষেত্রে রয়েছে ব্যাপক প্রতিযোগিতা। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের পক্ষেও কষ্টসাধ্য। চাকরির অভাবে প্রতিবছর স্নাতকোত্তীর্ণ প্রায় ৬৬ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন এবং এই ৬৬ শতাংশ শিক্ষার্থী পরবর্তী বছর নতুন স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীর সাথে যুক্ত হয়ে চাকরির বাজারে বিপুল প্রতিযোগিতা তৈরি করছেন। আর এভাবে প্রতিবছর বাংলাদেশে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশাল সংখ্যক প্রতিযোগিতার মাঝে টিকতে না পেরে হতাশায় দিন কাটাতে হচ্ছে দেশের বৃহৎ অংশ স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদের। এমতাবস্থায় প্রধানমন্ত্রী বেকার সমস্যা দূর করার জন্য শিক্ষিত তরুণ প্রজন্মেকে চাকরির পিছু না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা দিচ্ছেন। বেকার তরুণ প্রজন্মকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় এনে নতুন উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত বিডা নামক একটি প্রতিষ্ঠান এ বিষয়ে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় কাজ করে যাচ্ছে। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নামক সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র উদ্যোক্তাদের শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ ও পরামর্শ দিয়ে সহায়তা করে এবং ঋণ ব্যবস্থা ও তত্ত্বাবধান করে। কিন্তু, এসব সংগঠন থেকে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার পরেও উদ্যোক্তরা নতুন কোনো উদ্যোগ নিতে পারছে না, ঋণ সহায়তার অভাবে। ঋণ সহায়তার পাওয়ার জন্য দেখাতে হয় ব্যবসা প্রতিষ্ঠান, জামানত হিসেবে দিতে হয় জায়গার দলিল, থাকতে হয় গ্যারান্টার থাকা। কিন্তু তরুণদের একটা বড় অংশ নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের, যাদের ব্যবসা শুরু করার পুঁজি বা সম্পত্তি কোনাটাই নাই। বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার পরেও ঋণ সহায়তা না পেয়ে পিছিয়ে যাচ্ছে উদ্যোক্তা হওয়ার মনোবল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, দেশ ও জাতির স্বার্থে তরুণ উদ্যেক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তার সুযোগ করে দিন এবং উদ্যোক্তা হওয়ার জন্য একটা অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরি করে দিন।

শেখ আব্দুল্লাহ
শিক্ষার্থী, ঢাকা কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন