শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নৌ ও সড়ক পথে ধর্মঘট, ট্রেনে খুলনায় আসছেন হাজার হাজার বিএনপি নেতা কর্মী

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ৮:৩১ পিএম

খুলনায় নৌ ও সড়ক পথে ধর্মঘট চলছে। জায়গায় জায়গায় পুলিশ ও আওয়ামীলীগ কর্মীদের বাধা। শত বাধা উপেক্ষা করে ট্রেনে বিএনপির হাজার হাজার নেতা কর্মী খুলনায় আসছেন বিভাগীয় সমাবেশে যোগ দিতে।
উত্তর বংগের সৈয়দপুর থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যশোর, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাংগা, ঝিনাইদহ প্রভৃতি জেলা থেকে কয়েক হাজার নেতা কর্মী শ্লোগান দিতে দিতে খুলনা স্টেশনে নামেন। এ সময় স্টেশন এলাকা তাদের শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় তাদের কয়েকজনের সাথে কথা বলা হলে তারা জানান, এই সরকার যত বাধাই দিক, সমাবেশ সফল হবেই। প্রয়োজনে সারা রাত খোলা আকাশের নীচে থাকব, তবু সমাবেশ সফল করবই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohd saleh Ahmed ২১ অক্টোবর, ২০২২, ৯:১৮ পিএম says : 0
নারাহে তাগবীর আল্লাহু আকবার।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন