শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয় -রুহুল কবীর রিজভী

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী বলেছেন, জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয় বলে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। প্রহসন আর জাল ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের নিয়ে সরকার আবারো একটি সাজানো নাটকের মধ্যে দিয়ে জেলা পরিষদ দখলে নেয়ার পাঁয়তারা করছে। গতকাল রোববার পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদল আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব বিবেচনায় নেয়ার আহবান জানিয়ে রিজভী আরো বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইচ্ছা সরকারের থাকলে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিতে হবে। মিনায়মারের শরণার্থী মুসলিমদের আশ্রয় দিতে হবে। মিয়ানমারের সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে। শান্তিতে নোবেল প্রাপ্ত অং সান সূচির রাষ্টে এই ধরণের নির্যাতন আমরা কখনো প্রত্যাশা করি না। তিনি এ বিষয়ে জাতিসংঘের হস্থক্ষেপ দাবি করেন।
রোববার বেলা ১২টার দিকে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহম্মেদ হিমেল রানার সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় অন্যান্যের বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহম্মেদ, ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর(অব:) কে এস মাহামুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা ও জেলা ছাত্রদলের সম্পাদক তসলিম হাসান খান সুইট প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন