দক্ষিণাঞ্চলেও ডেঙ্গুর ঝুঁকি ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালটিতে এখন ৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলকায় শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৫ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ইতোমধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসন ও বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনকে সতর্ক করেছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বরিশালসহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গু ঝুঁকির আশঙ্কার কথা বলেছেন সাংবাদিকদের। তবে বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার প্রস্তুতির কথাও বলেছেন তিনি। ডেঙ্গু রোগীর চিকিৎসায়ও স্বাস্থ্য বিভাগ যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান তিনি। দক্ষিণাঞ্চলের ৬ জেলার সিভিল সার্জন এবং ৪২ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান সাংবাদিকদের বলেছেন, এভাবে রোগী বাড়তে থাকলে সামাল দেয়া কঠিন হতে পারে। ডেঙ্গু থেকে রক্ষায় মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বরোপ করেন তিনি। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৯ রোগী শনাক্ত হয়েছে পিরোজপুরে। এ জেলা হাসপাতালে বর্তমানে ৩২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৯৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন ইতোমধ্যে। বরিশাল সদর হাসপাতালেও গত ২৪ ঘণ্টায় ৬ জনসহ বর্তমানে ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ হাসপাতালে ইতোমধ্যে ৮৩ জন চিকিৎসা নিয়েছেন। বরগুনা জেলা হাসপাতালেও গত ২৪ ঘণ্টায় ৭ জন সহ চিকিৎসাধীন রয়েছেন ২০ জন ডেঙ্গু রোগী। ইতোমধ্যে বরগুনায় ১৬৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। ভোলা জেলা হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩ জন সহ চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। দ্বীপ জেলাটিতে ইতোমধ্যে ৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন