রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদে সামর্থ অনুযায়ী দুঃস্থ ,অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই হলো আওয়ামী লীগের রাজনৈতিক শিক্ষা।
তিনি গতকাল বিকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মহাজনপাড়া নিজ বাসভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির উদ্যোগে করতোয়াা নদীতে নৌকা ডুবিতে নিহত ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ভ্যান গাড়ী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও সাধারণ সম্পাদক ফারুক আলম টবি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন