রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইনানী বীচে পর্যটকের মৃত্যু

উখিয়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১১:০৫ পিএম

জিল্লুর রহমান (৪২) নামক এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি একটি কীটনাশক কোম্পানিতে কর্মকর্তা। শুক্রবার উখিয়ার ইনানী বীচে তিনি মারা যান। তার বাড়ি কুষ্টিয়া বলে জানা গেছে।

শুক্রবার (২১-অক্টোবর) সকালে জিল্লুর রহমানসহ একটি কীটনাশক কোম্পানিতে কর্মরত প্রায় ৪০ জনের একটি টিম ইনানী সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সেখানে, তিনি সবার সাথে আনন্দ, হৈ হুল্লোড়, হাদি খুশি ভাগাভাগি করে এবং পরে সবাই মিলে ফুটবল ম্যাচ ও খেলেন। খেলা শেষে সমুদ্রে গোসল করে, বাসায় ফেরার জন্য নিজের মোটরসাইকেলে উঠতে গেলেই তিনি, হঠাৎ অজ্ঞান হয়ে যায়! পরে, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট এটাকে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। তার মৃতদেহ কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

গত মাসের ৫ তারিখ তার পিতার মৃত্যুর পরে তিনি খুবই বিমর্ষ ছিলেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন