শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সমগ্র ডাকবাংলো এলাকা বিএনপির দখলে, লক্ষাধিক কর্মীর শ্লোগানে প্রকম্পিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১:১৩ পিএম | আপডেট : ১:৩২ পিএম, ২২ অক্টোবর, ২০২২

সমগ্র ডাকবাংলো ও এর আশেপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকা এখন বিএনপি নেতা কর্মীদের দখলে। দুপুর সাড়ে ১২ টার মধ্যেই সমাবেশ স্থল কানায় কানায় ভরে গেছে। তিল ধারণের জায়গা যেন নেই। সমাবেশ স্থানের উত্তরে ফেরিঘাট, পূর্বে জেলখানা ঘাট এবং দক্ষিণে শান্তিধাম মোড় পর্যন্ত নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। কেন্দ্রিয় নেতারা এখনো মঞ্চে ওঠেননি। যোহরের নামাজের পর তাদের মঞ্চে আসার কথা রয়েছে। বিভিন্ন স্থানে নানা প্রতিবন্ধকতার পরও লক্ষাধিক মানুষ জড়ো হওয়াকে নগর বিএনরি আহবায়ক শফিকুল আলম মনা বলছেন বিষয়টি খুবই স্বাভাবিক। বাধা না পেলে অন্তত ১০ লক্ষ কর্মী এখানে জড়ো হত। এ সরকার বিএনপিকে ভয় পায়। তাই বাস লঞ্চ বন্ধ করে দিয়েছে। জায়গায় জায়গায় নেতা কর্মীদের আসতে বাধা দিয়েছে। আমরা প্রয়োজনে রাজপথে রক্ত দেব, এ সরকারের পতন ঘটিয়ে ছাড়ব, ইনশা আল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন