শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সফল সমাবেশ শেষে ঘরে ফিরে যাচ্ছেন নেতা কর্মীরা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ৮:৩৮ পিএম

খুলনায় বিএনপির সফল বিভাগীয় সমাবেশ শেষ করে নেতা কর্মীরা ঘরে ফিরতে শুরু করেছেন। বাস ও লঞ্চ ধর্মঘট শিথিল হয়েছে। তবে ঝুঁকি না নিয়ে দলবদ্ধভাবে ট্রেনে সবাই নিজ নিজ জেলায় ফিরছেন। যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর প্রভৃতি জেলার নেতা কর্মীরা রাতেই ট্রেনে ফেরার অপেক্ষায় রয়েছেন। খুলনা রেলষ্টেশনে গিয়ে দেখা গেছে, গেল রাতের জেগে থাকা ক্লান্তির পরও সবার চোখে মুখে তৃপ্তির ছাপ। কেন্দ্রিয় নেতা ও স্থানীয় নেতাদের বক্তব্য তাদের উজ্জীবিত করেছে।
খুলনায় নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অত্যন্ত সফল ও সুন্দর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থানে নানা বাধার পরেও কমপক্ষে ২ লাখ মানুষ সমাবেশ ও এর আশেপাশে জড়ো হন।
এদিকে, সমাবেশ স্বার্থক ও সুন্দর করার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। খুলনাবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন