শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় রেলস্টেশন ভাংচুরের ঘটনায় ১৭০ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১১:৩০ এএম

খুলনায় রেলস্টেশন ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে রেলস্টেশন মাষ্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো: খবির আহমেদ।
এজাহার সূত্রে জানা গেছে খুলনা রেলস্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিভাগীয় সমাবেশে আসা বিএনপি নেতাকর্মী। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের দরজার গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় রাত সোয়া ১০ টার দিকে স্টেশন মাষ্টার মনিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন, যার নং ৩। ধারা ১৪৩/৪৪৭/৩৫৩/৪২৭/৩৪। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মোা: খবির আহমেদ বলেন, রেলস্টেশনের গ্লাস ভাংচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনামা ১৭০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। যেহেতু রেলস্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব সকলের। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শওকত আকবর ২৩ অক্টোবর, ২০২২, ১১:৪২ এএম says : 0
গনতান্ত্রিক ধারা বজায় রাখুন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন