শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভেড়ামারায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কুষ্টিয়া স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১১:৩০ এএম

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুস সালাম নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর নামের আরও চার ডাকাত। গতরাত দেড়টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় বাসে ডাকাতির সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

হতাহতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ১২-এর কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে ডাকাতির জন্য একদল ডাকাত বাসের ভেতর অবস্থান নিয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইলে তল্লাশির জন্য বাসটির গতিরোধ করে। এসময় ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

প্রায় আধাঘণ্টা গুলিবিনিময় শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আবস্থায় র‌্যাব পাঁচজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালবার, ৮ রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে।

তিনি আরো জানান, পরে জানা যায় ওই ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুস সালাম। বাকিরাও একই দলের সদস্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন