শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

কারিগরি ত্রুটি’তে এয়ারপডস

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কারিগরি ত্রুটির কারণে বহুল আকাঙ্খিত অ্যাপল এয়ারপডস বাজারে আসতে বিলম্ব হচ্ছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।  পত্রিকাটি জানায়, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত এয়ারপডস আনার সময় আরও পিছিয়ে দিয়েছে। সেপ্টেম্বরে অ্যাপলের নতুন আইফোন ৭-এর সঙ্গে ঘটা করে অ্যাপল এয়ারপডসেরও আগমনী বার্তা প্রদান করা হয়। একটি অপ্রকাশিত সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায় ব্লুটুথের মাধ্যমে হেডফোনটির সঙ্গে ফোনের তারবিহীন যোগাযোগের সময় কিছু কারিগরি ত্রুটির কারণে এই দেরি হচ্ছে। যদিও অ্যাপল ব্লগার জন গ্রাবার জার্নালের ‘ত্রুটিপূর্ণ তারবিহীন প্রযুক্তির কারণে দেরি’ সংক্রান্ত প্রতিবেদনের উপর সন্দেহ প্রকাশ করে নিজের প্রতিক্রিয়ায় জানান, তার প্রটোটাইপ এয়ারপডসগুলো ঠিকমতোই কাজ করছে। বরং তার ধারণা উৎপাদনকৃত ত্রুটি এর জন্য দায়ী। চলতি বছরের ৭ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে সম্পূর্ণ তারবিহীন ‘এয়ারপডস’ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এই হেডফোনটি বাক্সের মুখ খুলে আইফোনের কাছে আনলেই সেটি ফোনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। অ্যাপলের পক্ষ থেকে দাবি করা হয় তাদের এই প্রযুক্তি অন্যান্য ব্লুটুথ প্রযুক্তির থেকে ভাল। অ্যাপলের নতুন আইফোন ৭-এ কোনো হেডফোন জ্যাক রাখেনি প্রতিষ্ঠানটি। আইফোন ৭-এর সঙ্গে তারযুক্ত হেডফোন দেওয়া হলেও তা লাইটনিং কানেক্টর দিয়ে ফোনে যুক্ত করতে হবে। আর অন্যান্য ৩.৫এমএম জ্যাকের হেডফোন সংযুক্ত করতে এর সঙ্গে একটি কনভার্টারও দিয়েছে অ্যাপল। এর আগে অক্টোবরেই বাজারে আসার কথা থাকলেও ঠিক কী কারণে ‘এয়ারপডস’ সরবরাহে বিলম্ব হচ্ছে তা নিয়ে স্পষ্টভাবে সেই সময় কিছু জানায়নি অ্যাপল। কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র প্রযুক্তিসাইট সিনেট’কে শুধু জানান ‘এয়ারপডস’ বাজারে নিয়ে আসতে অ্যাপলের আরও কিছুটা সময় দরকার।
 
স আকাশ নিবির

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন