অনলাইন জুড়ে এখন চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর নতুন পণ্যের খবর। এ বছরের আগষ্টে প্রতিষ্ঠানটি উন্মুক্ত করে মিক্স ৫১০। বিশেষজ্ঞরা এ নিয়ে বলছেন, ২ ইন ১ ডিভাইসের বাজারে লেনোভো তার শক্তিশালী উপস্থিতি প্রদর্শনে এই পদক্ষেপ নিয়েছে। তারা কঠোর পরিশ্রম করছে নিজেদের অবস্থানকে আরো দুই ধাপ সম্মুখে নিয়ে যেতে। উইনফিউচারও তাদের রিপোর্টে বলছে যে, ২ ইন ১ ডিভাইসের বাজারে নতুন ডিভাইস আনতে কাজ করছে চীনা প্রতিষ্ঠানটি। আসন্ন মিক্স ৫২০ নিয়ে এখন প্রত্যাশা এতে নতুন ইন্টেল কেবাই লেক প্রসেসর, ১৬ জিবি র্যাম থাকবে। এছাড়া ১২.৩ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটিকে দাগ, আচড় থেকে সুরক্ষিত করতে থাকবে গোরিলা গ্লাস। উল্লেখ্য, লেনোভে মিক্স ৫১০ এ বছরের আইএফএ’তে অবমুক্ত করা হয়েছিল। ১২.২ ফুল এইচডি ডিসপ্লের এ পণ্যটিতে আছে ৮ জিবি র্যাম এবং ১ টিবি এসএসডি। মিক্স ৫২০’এ বাড়তি ফিচার হিসেবে থাকছে আরো ভালমানের ব্যাটারি যেটা এক চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। ভালমানের ব্যাটারি যেটা এক চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। সামনে পেছনে যথাক্রমে ৮ এমপি এবং ২ এমপি ক্যামেরা।
স শিবলু
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন