বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৩৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষ্মীপুর, বিপর্যয়ে পড়েছে জনজীবন

লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৬:১৬ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে লক্ষ্মীপুরে গাছপালা ও বৈদ্যুতিক টাওয়ার ভেঙে প্রায় ৩৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এতে বিপর্যয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৫ টার পর লক্ষ্মীপুরে বিদ্যুতের দেখা মিলেছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল সীমের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দেয়। এতে ভার্চুয়ালি যোগাযোগ বন্ধ ছিল। পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পুরো জেলাতেই একই অবস্থা বিরাজ করছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

পিডিবি কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ঝড়ো বাতাসে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের বিদ্যুতের ৩ কেভি সংযোগ তারে গাছপালা ভেঙে পড়েছে। সদর উপজেলার জকসিন এলাকায় বিদ্যুতের টাওয়ার ভেঙে গেছে। শহরের সমসেরাবাদ এলাকায় পানি ট্যাংকির সামনে পিলার ভেঙে যায়। এতে বিদুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে। রামগঞ্জ গ্রীড থেকে পিডিবি কার্যালয়ে সংযোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টায় কাজ করছেন তারা।

বিদ্যুৎ বিভাগে অভিযোগ কেন্দ্রে কর্মরত মো. সোহেল বলেন, জকসিন এলাকায় বিদ্যুৎ সংযোগের টাওয়ার ভেঙে গেছে। নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ স্যারসহ জকসিনে পিডিবি অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ দিতে আমরা চেষ্টা করছি। তবে কখন বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে তা জানাতে পারেননি তিনি।

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়েছে। তা ঠিক করা হচ্ছে। ঠিক হলেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন