শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হবিগঞ্জে দু’দিনব্যাপী জেলা সাহিত্য মেলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৭:০২ পিএম

জেলায় আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপী সাহিত্যমেলা-২০২২ শুরু হয়েছে।

আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াছ বখত চৌধুরী, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নির্বাচিত প্রবন্ধ নিয়ে আলোচনা ও লেখক কর্মশালার আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন