চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড পোশাক কারখানার ২০ ও ২১ নাম্বার ফ্লোরে আনুমানিক ২০ জন শ্রমিক অজ্ঞানের ঘটনা ঘটেছে। অজ্ঞান হওয়া শ্রমিকদের তাৎক্ষণিক কারখানার নিজস্ব হাসপাতালে পাঠানো হয়। বুধবার(২৬ অক্টোবর) দুপুরে এঘটনা ঘটে। ঘটনার পর শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের দাবী প্যানিক ডিস অর্ডার জনিত কারণে এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, গত তিন দিন আগে কর্মরত অবস্থায় একজন শ্রমিক অজ্ঞান হয়ে মারা যায়। বুধবার দুপুরে কারখানা চলাকালীন সময়ে ২০ ও ২১ নাম্বার ফ্লোরে হঠাৎ ২০-৩০ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে অন্যান্য শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখবর স্থানীয়দের মাঝে দ্রুত ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকদের স্বজনরা ভীড় করতে থাকে।
কারখানার এজিএম মুসফিকুর রহমান বলেন কয়েকদিন আগে একজন শ্রমিক কর্মরত অবস্থায় অজ্ঞান হয়ে হাসপাতালে মারা যায়। আজও কয়েকজন শ্রমিক অসুস্থ হলে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা চিকিৎসকেরা প্যানিক ডিসঅর্ডার রোগ বলছে। অতিরিক্ত ভয়ের কারণে এঘটনা ঘটেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন কারখানায় কাজ করার সময় শ্রমিকদের জিন-বুত বিষয়ে ভয় লাগালে তাদের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সুস্থ হয়ে বাড়ী ফিরে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন