শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেফতার

রাজবাড়ী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে ৭-৮ জন পালিয়ে গেছে। এসময় দেশি-বিদেশি, অস্ত্র-গুলি উদ্ধার করে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান জানান, রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়ার মো. খলিল শেখের বসতবাড়ীর টিনের ঘরের সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মো. রাজ্জাক উদ্দীন বিশ্বাস ওরফে টাবলুর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রাহাদ বিশ্বাস ওরফে পিয়াল, বিনোদপুর গ্রামের মৃত ফরহাদ মণ্ডলের ছেলে মো. আরিফ মণ্ডল, আলাদীপুর গ্রামের কুব্বাদুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম, সজ্জনকান্দা গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. রমজান আলী, আলাদীপুর গ্রামের মো. ইকবাল শেখের ছেলে মো. আলীম শেখকে গ্রেফতার করা হলেও রাসেল শেখ, পলাশ বিশ্বাস, মিথুন শেখ, ফরিদ ওরফে কালা ফরিদ, লাল্টু, টোকন পাটোয়ারীসহ অজ্ঞাতনামা ৭-৮ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের দেহ ও অবস্থানরত ঘর তল্লাশী চালিয়ে একটি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তলের গুলি, শর্ট গানের একটি কার্তুজ, একটি চায়নিজ কুড়াল, একটি লোহার তৈরী ধারালো রামদা, একটি মরিচা পড়া কুড়াল, একটি বাটবিহীন লোহার তৈরী ধারালো ছোরা, একটি ধারালো স্টীলের তৈরী ছোরা, ২টি স্টীলের ফোল্ডিং ধারালো চাকু উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন