শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

১৭ নভেম্বর তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৬:২১ পিএম

আগামী ১৭ নভেম্বর থেকে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার (২০২২) ঢাকার আগারগাওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে হজ ও ওমরাহ ফেয়ার উদ্বোধন করবেন। হাবের মহাসচিব ফারুক আহমদ সরদার আজ বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। হজ ও ওমরাহ ফেয়ারে হজযাত্রীরা সরাসরি তাদের পছন্দের হজ ও ওমরাহ প্যাকেজে বুকিং দেয়ার সুযোগ পাবেন। মধ্যসত্বভোগী দালালদের প্রতারণার হাত থেকে রেহাই পেতে হাবের উদ্যোগে হজ ও ওমরাহ ফেয়ারের আয়োজন করা হয়েছে।
আজ নয়াপল্টনস্থ হাব কার্যালয়ে হাবের ইসি কমিটির জরুরি সভায় হজ ও ওমরাহ ফেয়ার সর্ম্পকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। হজ ও ওমরাহ ফেয়ারে ১০২টি স্টল বরাদ্দ দেয়া হবে। স্পন্সর জোন, প্রাইম জোন ও বিজনেস জোনের বুকিং নেয়ার পর নির্দিষ্ট সময়ে লটারীর মাধ্যমে স্টল বরাদ্দ দেয়া হবে। এদিকে, হজ ও ওমরাহ ফেয়ারের স্টল বরাদ্দ নেয়ার জন্য হজ এজেন্সিগুলোর মাঝে ব্যাপক সাড়া পড়ছে। হাব অফিস থেকে হজ এজেন্সির মালিকরা স্টল বুকিং নেয়ার ফরম সংগ্রহ শুরু করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন