শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কুড়িগ্রামে গাছের ডাল কাটার দ্বন্দ্বে ভাই-বোন খুন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ দুই ভাই বোন নিহত হয়েছেন। গত বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবুল কালাম আজাদ ও তার বড় বোন সকিনা বেগম। এ সময় আহত হয় নিহত আবুল কালাম আজাদের ছেলেসহ দুইজন। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ জানা যায়, গত বুধবার দিনের বেলা বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশি দুলাল মিয়া রাত ৯ টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়। এসময় আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হয়। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহারিয়ার বলেন, এক যুবকের আঘাতে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর শোকে বোনও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মানিক ২৯ অক্টোবর, ২০২২, ১২:৫০ এএম says : 0
এখানেতো প্রতিবেশী হত্যা করেছে। আর আমার জায়গা জোর পূর্বক গাছের ঢাল কেটে নিয়ে খোদ আমার আলেম ভাই ই আমাকে হত্যার হুমকি দিচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর নিজে মেপে দিয়েও শুধু গাছের লোভে আবার নিজেই দখল করে নিল। অথচ এটা আমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পদ।
Total Reply(0)
মানিক ২৯ অক্টোবর, ২০২২, ১২:৫১ এএম says : 0
এখানেতো প্রতিবেশী হত্যা করেছে। আর আমার জায়গা জোর পূর্বক গাছের ঢাল কেটে নিয়ে খোদ আমার আলেম ভাই ই আমাকে হত্যার হুমকি দিচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর নিজে মেপে দিয়েও শুধু গাছের লোভে আবার নিজেই দখল করে নিল। অথচ এটা আমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পদ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন