শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাসিরনগরে ডাকাত আতঙ্ক রাতভর গ্রামে গ্রামে টহল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের বরাতে মসজিদের মাইকে ‘ডাকাত আসতে পারে’ বলে এমন ঘোষণা দেয়া হয়। এ সংবাদ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গোটা উপজেলায় ভাইরাল হয়ে পড়ে ডাকাত আতঙ্ক ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মসজিদের মাইকে ঘোষণা করেন ‘পুলিশ বলছে এলাকায় ডাকাত ঢুকেছে, সবাই ঘর ছেড়ে বের হয়ে আসুন, ডাকাত ঢুকেছে এলাকায়।’ মুহূর্তে সে খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতে। খবর পেয়ে জনসাধারণ লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। অথচ সকালে বিভিন্ন ইউনিয়নে খবর নিয়ে জানা যায়, কোথাও কোনো ডাকাতির ঘটনাই ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘ডাকাত আসছে’ খবরটি মসজিদের মাইকে শুনেছেন বলে জানান। অনেকেই এটা বিশ্বাস করে আত্মীয়-স্বজনদের ফোন করে সারারাত সজাগ থাকতে সতর্ক করেন। তারপরই একযোগে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে ফেসবুকে পোষ্ট দিতে থাকেন। এর পরে আতঙ্ক আরো বেশি ছড়িয়ে পড়ে। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের এনে বিভিন্ন জায়গায় টহল দেয়া হয়। পাশাপাশি গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে রাতব্যাপি পাহারার ব্যবস্থা করা হয়।

নাসিরনগর সদরের কুলিকুন্ডা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো মোখলেছুর রহমান বলেন, পুলিশ রাত সাড়ে এগারোটার দিকে ফোন করে বলছে নাসিরনগর ডাকাত আসছে। যে কোন সময় গ্রামে প্রবেশ করে ডাকাতি করতে পারে, তাই আপনারা সতর্ক থাকুন এবং গ্রামের নিরাপত্তা দিতে স্থানীয়দের নিয়ে পাহারার ব্যবস্থা করুন। আমরা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী কাজ করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন