রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মেয়েকে অপহরণের চেষ্টায় বাঁধা দিলে মাকে কুপিয়ে জখম

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ৪:২১ পিএম

বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের জামিরতলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ময়না (২৬) নামের এক গৃহবধূকে অপহরণের চেষ্টার সময় অপহরণকারীদের বাঁধা দিতে গিয়ে তার মা সখিনা বেগম(৫২) গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

মাথা এবং হাতে গুরুতর আঘাত অবস্হায় সখিনা বেগমকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একই গ্রামের মহারাজ, হালিম, আনোয়ার গংদের সাথে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ শনিবার সকাল ৭ টার দিকে সখিনার মেয়ে ময়না গরু চড়াতে রাস্তায় এলে মহারাজ, হালিম ও আনোয়ারের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। এক পর্যায়ে ময়নাকে টানাহেঁচড়া করে অপহরনের চেষ্টা করা হলে তার ডাকচিৎকারে সখিনা বেগম ঘর থেকে বের হয়ে এসে বাঁধা দিলে তার মাথায় ধারালো দা'দিয়ে আঘাত দেয়া হয়।
স্হানীয় ইউপি চেয়ারম্যান হামলার সত্যতা স্বীকার করে বলেন, স্হানীয়ভাবে এদের মধ্য জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। উভয় পক্ষে আহত হয়েছে বলে শুনেছি।
পাথরঘাটা থানার এসআই উজ্জ্বল জানান, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন