শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চসিকের বই মেলার উদ্বোধন

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ভিন্ন আঙ্গিকে বৃহৎ পরিসরে ‘মাতৃভাষা বিকশিত হোক, বই হোক জীবনের আলো’ এ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল (বুধবার) নগরীর শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণজুড়ে ১৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় মেয়র জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। সিটি কর্পোরেশনের পতাকা উত্তোলন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। পরে মেয়র বেলুন ও পায়রা উড়িয়ে দেন। সিটি কর্পোরেশনের বই মেলায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদসহ ঢাকা এবং চট্টগ্রামের প্রায় ৬৪টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে।
এছাড়াও একুশে স্মারক সম্মাননা পদক প্রদান, সাহিত্যিকদের সাহিত্য পুরষ্কার প্রদান, চিত্রাংকনসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান, লোক সঙ্গীত, নাটক, কবিগান, কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন ইত্যাদি থাকবে। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও অমর একুশে বই মেলা ২০১৬ আয়োজন কমিটির আহ্বায়ক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আলোচনা করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মিসেস জোবাইরা নার্গিস খান, সচিব রশিদ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন