বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রেললাইনের উপরে ভারতীয় পণ্যবাহী ট্রাক বিকল, ১৭ মিনিট আটকে থাকলো মিতালী এক্সপ্রেস

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ৮:২৫ পিএম

দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারত থেকে আমদানিকৃত একটি পাথরবাহী ট্রাক রেললাইনের উপর বিকল হয়ে পড়ায় শিলিগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটিকে হিলিতে ১৭ মিনিট আটকে থাকতে হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে হিলি চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্টেশন মাষ্টার তপন কুমার চক্রবর্তী।
হিলি স্টেশন মাষ্টার তপন কুমার চক্রবতী বলেন, শিলিগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকা ক্যান্টমেন্টগামী মিতালী এক্সপ্রেস ৩১৩২ নং ডাউন ট্রেনটি বিকেল ৪ টা ২৫ মিটিটে উত্তরের স্টেশন বিরামপুর থেকে ছেড়ে আসে। এসময় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী একটি ট্রাক মেইন লাইনের উপর বিকল হয়ে পড়ে। আমরা ৪ টা ৩৩ মিনিটে ১ নং সিগনাল ডাউনের কাছে গিয়ে লাল পাতাকা উড়িয়ে ট্রেনটি থামায়।
পরে ৪ টা ৪৭ মিনিটে ট্রাকটি সচল হলে রেললাইন পার হয়ে যায়। এরপর ৪ টা ৫০ মিনিটে মিতালী এক্সপ্রেসটি হিলি চেকপোস্ট এলাকা থেকে ছেড়ে যায়। এতে মিতালী এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে ১৭ মিনিট বিলম্ব হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ট্রেন ও ট্রাকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন