টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় কমপক্ষে ৭০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্টে ছয়টি নৌকা দিয়ে নৌকায় এই রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়।
টেকনাফে অবস্থিত বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারে সহিংসতা শুরুর পর থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী দিয়ে নৌকায় করে প্রতিদিনই রোহিঙ্গারা টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করছে। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
তিনি আজ নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে ছয়টি নৌকায় করে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টার কথা জানিয়ে বলেন বিজিবির টহল দল জলসীমার শূন্যরেখা থেকে তাদের প্রতিহত করে ফেরত পাঠিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন