রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় সংবর্ধিত হলেন সদ্য কারামুক্ত আলেম, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সাক্ষাতে আসলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
রোববার বাদ আসর মাওলানা জুনায়েদ আল হাবীব বারিধারা ক্যাম্পাসে আগমন করলে শিক্ষার্থীরা মাদরাসার প্রবেশ পথের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শায়খুল হাদিস, প্রবীণ আলেমেদ্বীন আল্লামা উবায়দুল্লাহ ফারুক’সহ জামিয়ার শিক্ষকমণ্ডলীর প্রতিনিধিদল। এরপর জামিয়ার মেহমানখানায় শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন মাওলানা জুনায়েদ আল হাবীব এবং তাদের সাথে কুশল বিনিময় ও জেল জীবনের স্মৃতিচারণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামিয়ার শায়খুল হাদিস মুফতি মকবুল হোসাইন কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা হেদায়েতুল্লাহ, মুহাদ্দিস ও দারুল একামা মুফতি ইকবাল হোসাইন কাসেমী, ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মাসউদ আহমদ, মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, সিনিয়র শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদুল্লাহ প্রমুখ।
এছাড়াও জামিয়ার ছাত্র সংসদের সভাপতি মুফতি জাকির হোসাইন কাসেমীর নেতৃত্বে আল-কাসিম ছাত্র সংসদের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এতে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাহমুদ, মারুফ আল মাহমুদ, আল আমিন, সাংগঠনিক সম্পাদক সা’আদ বিন জাকির, প্রচার সম্পাদক মিনহাজ খানসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন