আগামী ২ নভেম্বর বগুড়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চরম অবব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়।
কাউন্সিল অধিবেশন উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৪ টায় জেলা বিএনপির অফিস কমপ্লেক্সের পুর্বদিকের একটি কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তবে যথা সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকরা দেখতে পান, সম্মেলন মঞ্চের সামনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০/২৫ জন ফটো সাংবাদিক দাঁড়িয়ে ছবি তুলছে ও ভিডিও করছে। সংবাদ সম্মেলনে নেতারা বক্তব্য রাখছেন অন্যদিকে চলছে ছবি ও ভিডিও চিত্র ধারণ চলছে বিরতিহীন ভাবে।
নেতারা কি বলছেন, সাংবাদিকরা কিছুই শুনতে পাচ্ছেননা।
কয়েকজন সিনিয়র সাংবাদিক বিষয়টি আয়োজকদের জানাতে চেয়েও ব্যর্থ হন। ফলে সংবাদ সম্মেলন স্থল ছেড়ে চলে যান তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন