শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিস্ফোরণে ইউক্রেনের তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ৬:৪১ পিএম

ইউক্রেনের ডিনিপার, ডেনিস্টার এবং ক্রেমেনচুগ হাইড্রোপাওয়ার প্লান্ট (এইচপিপি) বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইউক্রেনের মিডিয়া আউটলেট জেরকালো নেদেলি সোমবার জানিয়েছে।

মিডিয়া আউটলেট অন্য কোন বিবরণ দেয়নি।

উই আর টুগেদার উইথ রাশিয়ার পাবলিক মুভমেন্টের চেয়ারম্যান ভ্লাদিমির রোগভ এর আগে সোমবার বলেছিলেন যে, কিয়েভ-নিয়ন্ত্রিত শহর জাপোরোজিয়ার ডিনিপার এইচপিপির কাছে অবস্থিত একটি সাবস্টেশনে হামলা হয়েছে, যা আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করেছে।

ডিনিপার এইচপিপি হল জলবিদ্যুৎ কেন্দ্র এবং ইউক্রেনের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের ডিনিপার ক্যাসকেডের পঞ্চম ধাপ। ক্রেমেনচুগ এইচপিপি হল ডিনিপার ক্যাসকেডের তৃতীয় ধাপ এবং এটি কিরোভোগ্রাদ অঞ্চলের সভেটলোভডস্ক শহরে অবস্থিত। ডেনিস্টার এইচপিপি দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের চেরনোভসি অঞ্চলের নভোনেস্ট্রোভস্ক শহরের কাছে অবস্থিত। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন