শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দেশের সব শিল্পের নিরাপত্তা নিশ্চিতে এফবিসিসিআই বদ্ধপরিকর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ৮:০৭ পিএম

দেশের সব শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

সোমবার (৩১ অক্টোবর) এফবিসিসিআই সেফটি কাউন্সিল আয়োজিত তিন দিনব্যাপী ‘ট্রেইনিং অব ট্রেইনারস্- ফায়ার সেফটি, রেসকিউ অ্যান্ড ফার্স্ট এইড’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ প্রশিক্ষণে ১২টি খাত ও ৪টি চেম্বার থেকে ৩৮ জন প্রশিক্ষক প্রশিক্ষনার্থী অংশ নেন। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

তিনি বলেন, দেশের শিল্পে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইইএলও’র সহযোগিতায় খাত ও চেম্বারভিত্তিক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে এফবিসিসিআই। এসময় মালিকদের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

আইএলও'র সেফটি বিশেষজ্ঞ মরিস এল ব্রুকস বলেন, এফবিসিসিআই’র সহযোগিতায় বাংলাদেশে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা সহজ হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে কারখানা পর্যায়ের অংশগ্রহণ থাকায় এফবিসিসিআই সেফটি কাউন্সিলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিনিয়োগ ছোট কিংবা বড় হোক, সব শিল্প কারখানায় নিরাপত্তা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদুল্লাহ, ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি, এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়াজ আলি চিশতী, এফবিসিসিআইর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকসহ অন্যান্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন