কুষ্টিয়ায় সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। একের পর এক ঝড়ে যাচ্ছে তরতাজা প্রাণ। কিছুক্ষণ আগে কুষ্টিয়ার বটতৈল-পোড়াদহ সড়কের দোস্তপাড়া বিসমিল্লাহ অটো রাইচ মিল এর সামনে ট্রাক চাপায় প্রাণ গেল আরো এক তরুণের। ওই তরুণের নাম নাঈম (১৫)। আলামপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামের বাহারাইন প্রবাসী আলম এর সন্তান। বাবা প্রবাসে থাকায় নাঈম তার মা লতা খাতুনের সাথে নানার বাড়ি দোস্তপাড়ায় থাকতেন। এদিকে ছেলের মৃত্যুর সংবাদ এখনো দেয়া হয়নি প্রবাসী বাবাকে!
স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি দ্রুতগামী ট্রাকের সামনের চাকা ব্লাস্ট করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাখিভ্যান গাড়ী ট্রাকের নিচে চলে যায়। পাখি ভ্যানে থাকা নাঈম চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এতে পোড়াদাহ-বটতল সড়কের দুর্ঘটনাস্থলের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে যানজট নিরসনে কাজ করছেন এবং লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন