পাবনার চাটমোহরে ৪৩টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে উপজেলা চত্বরে।
মাছ নিধনের অন্যতম উপকরণ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলেছে উপজেলা মৎস্য দপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের উপস্থিতিতে জব্দ করা ৪২টি চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এরআগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি উপজেলার গুমানী নদীর ছাওয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি জানান,চায়না দুয়ারি,কারেন্ট ও সোঁতি জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন