শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৯:৪৭ পিএম

রিক্সার উপর চলন্ত ট্রাক উঠে পা বিচ্ছন্ন পুলিশ কর্মকর্তার স্ত্রী সুরভী খাতুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার রাত ১০টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সুরভী গোপালগঞ্জের গোপিনাথপুর গ্রামের পুলিশের এসআই কাজী ইমরানের স্ত্রী। তার স্বামী পর্যটন পুলিশের এসআই হিসেবে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। এই দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার বোন তাম্মি খাতুন ও রিক্সা চালক রাব্বি পা ভেঙ্গে যায়।

খবরটি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, গত ১৭ অক্টোবর রাতে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলের সামনে একটি ট্রাক রিক্সার উপর উঠে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার ১৫ দিন পর সুরভী খাতুনের মৃত্যু হলো। জানা গেছে পর্যটন পুলিশের এসআই কাজী ইমরান আগে ঝিনাইদহে কর্মরত ছিলেন। এখন তিনি মেহেরপুরে বদলী হলেও তার পরিবার ঝিনাইদহে বসবাস করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন