রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ণাঙ্গভাবে সিনেট কার্যকর, রাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করাসহ ১৪ দফা দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাকসু আন্দোলন মঞ্চ এর আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণের এ কার্যক্রম শুরু হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষরে অংশ নেয়। এদিন বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই গণস্বাক্ষর কার্যক্রম।
এ সময় উপস্থিত ছিলেন, রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান, মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর। আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে আর এখন গণস্বাক্ষর কর্মসূচি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন