ঘূর্ণিঝড়ে ভেসে আসা লুকিয়ে রাখা ২টি মহিষ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
খবর পেয়ে বুধবার রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড সোনাইছড়ি সাগর উপকূলে অভিযান চালিয়েছে লুকিয়ে রাখা মহিষ দুটি উদ্ধার করা হয়। এসময় দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় চিত্রাংয়ের প্রভাবে উড়িরচর ও ভাসানচর থেকে উত্তাল ঢেউয়ে সীতাকুণ্ড উপজেলায় বেশ কিছু মহিষ ভেসে আসে। আর এসব মহিষ বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ১৯১টি মহিষ প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি বলেন, বুধবার রাতে সোনাইছড়ি সাগর উপকূলে লুকিয়ে রাখা দুটি মহিষের সন্ধান পেয়ে রাত ১১টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে লুকিয়ে রাখা ২টি মহিষ উদ্ধার করা হয়। ঐ এলাকার শাহাজাহান শিকদার নামক এক ব্যক্তি থেকে লুকিয়ে রাখা মহিষ ১টি ও বন্ধ থাকা মাবিয়া শিপইয়ার্ডের ভিতরে লুকিয়ে রাখা আরো ১টি মহিষ উদ্ধার করা হয়। মহিষ লুকিয়ে রাখার দায়ে ঐ শিপইয়ার্ডের কেয়ার টেকার আবু সালেককে ৩০ হাজার টাকা ও অপর ব্যক্তি শাহাজাহান শিকদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার হওয়া মহিষগুলো প্রকৃত মালিককে ফেরত দেয়া হবে বলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন