শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লৌহজংয়ে এক কোটি মিটার কারেন্ট জাল জব্দ, দুজনকে কারাদণ্ড

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৩:৪৭ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক কোটি মিটার কারেন্ট জাল পরিবহনের সময় দুজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০৩) নভেম্বর ভোরে উপজেলার ডহরী-তালতলা খালের ডহরী এলাকা থেকে আনসার সদস্যের একটি দল কারেন্ট জাল ব্যবসায়ী শহিদুল (৪০) ও পরিবহনকারী জুয়েল শেখকে (৩৫) আটক করে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। আটক শহিদুল মুন্সীগঞ্জ জেলা সদরের পঞ্চসার গ্রামের মৃত শরীফ ছৈয়ালের ছেলে। আর জুয়েল শেখ একই গ্রামের আবদুর রহমান শেখের ছেলে।
বিপুল পরিমাণ কারেন্ট জাল নিয়ে মুন্সীগঞ্জের পঞ্চসার এলাকা থেকে অটোরিকশা করে পদ্মানদী দিয়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ সময় পরিবহনকারী ট্রলার ও অটোরিকশাকে আটক করা হয়। আর আটক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আব্দুল আউয়াল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন