শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পশু হাসপাতালটি পুনরায় চালু করুন

মো. মোকাদ্দেস হোসাইন সোহান | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে অবস্থিত পশু হাসপাতালের সাব-সেন্টারটি পঁচিশ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এখানে নেই কোনো ডাক্তার-কর্মচারী ও প্রয়োজনীয় আসবাব পত্র। শুধু পড়ে আছে জরাজীর্ণ ভবনটি। অথচ, এক সময় এখানে পুরোদমে পাওয়া যেত পশু চিকিৎসা বিষয়ক পরার্মশ ও কৃত্রিম প্রজননসহ প্রাথমিক চিকিৎসা সুবিধা। একজন পশু চিকিৎসক সার্বক্ষণিক সেবা দিতেন এখানে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, প্রায় পঁচিশ বছর ধরে এই সেবা বন্ধ রয়েছে। এখন সেখানে জরাজীর্ণ ভবনটি ছাড়া আর কোনো কিছুই নেই। পরিত্যক্ত হাসপাতালের ভবনটি দেখে মনে হয়, এটি একটি গোয়াল ঘর। ফলে তাদের গবাদি পশুর চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে স্থানীয় শত শত মানুষ। এ অবস্থায় জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন