স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, স্বাধীনতার ৪৫ বছর পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন প্রমোশনে পরিণত হয়েছে। ৭১-এ বুদ্ধিজীবী হত্যার কার্য কারণ বুঝি, কিন্তু স্বাধীন বাংলাদেশে আজও আলোকিত মানুষদের কণ্ঠ চেপে ধরা হচ্ছে কেন? বুটের তলায় গণতন্ত্র পিষ্ট স্বাধীনতাকে নিলামে তোলা হয়েছে। সুতরাং লড়াই শেষ হয়নি। গণঅধিকার কায়েম না হওয়া পর্যন্ত সংগ্রাম চলছে ও চলবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকাল ১১টায় আসাদগেট ডিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন