শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বাজারে আসছে ২৬টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজারে ২৬টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার শিগগির আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
মুহিত বলেন, ২৬টি সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনার জন্য কাজ চলছে। সম্প্রতি আমার সেক্রেটারি একটা বৈঠক করেছে, কাগজপত্র তৈরি হচ্ছে। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। শিগগিরই কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে ছাড়া হবে।
নেগেটিভ ইক্যুইটি নিয়ে অর্থমন্ত্রী বলেন, টাকা দেয়া সম্ভব হবে না। তবে বন্ড ছাড়ার চিন্তা-ভাবনা রয়েছে। পরে এ বিষয়ে আলোচনা হবে।
এডিবি প্যাকেজ নিয়ে তিনি বলেন, এডিবি আমাদের পুঁজিবাজারের ভালো বন্ধু। বিষয়টি নিয়ে এডিবির সঙ্গে আলোচনা করা হবে।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন