ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপি র বিক্ষোভ মিছিলকে লক্ষ্য করে পুলিশের ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ করেছে বিএনপি নেতারা। এই মিছিল থেকে আলী হোসেন নামে এক বিএনপি'র কর্মীকে আটক করারও অভিযোগ এনেছেন তারা।
কেরানীগঞ্জ উপজেলা শাখার দক্ষিণ বিএনপি'র সহ-সভাপতি ওমর শাহনাজ জানান, আজ শুক্রবার বিকেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে কেরানীগঞ্জ উপজেলা শাখা দক্ষিণ বিএনপির উদ্যোগে জিনজিরাস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কেরানীগঞ্জ উপজেলা শাখা দক্ষিণ বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর নেতৃত্বে মিছিলটি শান্তিপূর্ণভাবে জনি টাওয়ার এলাকায় এসে শেষ হয়।
এ সময় পুলিশ অতর্কিতভাবে মিছিলে হামলা চালিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে তাদের মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এমিছিল থেকে আলী হোসেন নামে এক বিএনপি কর্মীকেও আটক করে নিয়ে যায় পুলিশ। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সেলফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন