শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শাহজালাল বিমানবন্দরের পার্কিংয়ে ৭১ লাখ টাকা মূল্যের সোনাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১০:৫৫ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে এক কেজি সোনাসহ এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন। আটকের নাম- হোসাইন মাহমুদ (২৯) । তার কাছ থেকে ৬টি গোল্ডবার (ওজন ৬৯৬ গ্রাম), স্বর্ণালংকার ২৯৬ গ্রাম, ৩টি ল্যাপটপ ও দুটি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব জিনিসের বাজার মূল্য প্রায় ৭১ লাখ ৬০ হাজার টাকা। শুক্রবার দুপুরের দিকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফেনীর জেলার দাগনভূইয়ার বরইয়া গ্রামের নুর নবীর ছেলে আটক আসামি হোসাইন মাহমুদ। আটকের সময় তার কাছ থেকে কোনও এয়ার টিকিট বা ফ্লাই করার কোনও কাগজপত্র পাওয়া যায়নি।

জিয়াউল হক বলেন, ধারণা করা হচ্ছে সে কোনও যাত্রীর কাছ থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও ল্যাপটপ সংগ্রহ করে বের হওয়ার অপেক্ষা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছুই জানায়নি বলেও উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন