শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিচারপতি মানিকের ওপর হামলায় পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

অনলাইন ডেস্ক: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ৮:৩২ পিএম

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি আজ এক বিবৃতিতে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর যে আক্রমণ হয়েছে সেটি অত্যন্ত নিন্দনীয়। দেশবরেণ্য বিশিষ্ট নাগরিক বিচারপতি মানিকের ওপর স্বাধীনতা বিরোধী চক্রের ন্যাক্কারজনক এই হামলার মাধ্যমে তাদের সন্ত্রাসী চেহারা আরেকবার জনগণের সামনে উন্মোচিত হলো।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিচারপতি মানিকের ওপর হামলাকারীদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন