রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার চতুর্থ চালান নিয়ে মোংলা বন্দরে এসেছে একটি বিদেশি জাহাজ। ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া ৩৩ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে বাহামা’র পতাকাবাহী 'এমভি পিথাগোরাস' জাহাজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙ্গর করেছে। শনিবার রাতে আসা ওই জাহাজের কয়লা আজ রোববার সকাল থেকে খালাস শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
'এমভি পিথাগোরাস' এর স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এজেন্ট' এর ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে জাহাজটি এক মাস আগে ছেড়ে আসে। এটা চতুর্থ চালান। এই চালানে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা আছে। এর আগে আরও তিনটি চালানে দেড় লক্ষ টন কয়লা আনা হয়েছে। আরও এক লক্ষ মেট্রিক টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আনা হবে।
এদিকে পরীক্ষামূলকভাবে বিদুৎ উৎপাদন শুরু করেছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদুৎ খুলনা গ্রিডে যোগ হচ্ছে। এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের ২৪ এপ্রিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন