কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দী এক যুবকের লাশসহ দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচরের মাঠের ঘাট এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও কালো রঙের প্যান্ট। অপরদিকে গতকাল (বুধবার) সকালে বুড়িগঙ্গা নদীর মিলব্যারাক ঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দক্ষিণ থানা নৌ-ফাঁড়ির পুলিশ। উদ্ধারকৃত লাশের পরনে ছিল শুধু টিয়া রঙের গেঞ্জি।
র্যাব গণমানুষের আস্থার প্রতীকÑ বেনজির আহমেদ
রংপুর জেলা সংবাদদাতা : র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, র্যাব গণমানুষের আস্থার প্রতীক। সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে সারাদেশে র্যাব সদস্যরা বিশেষ ভূমিকা রাখছে। র্যাব দেশের সন্ত্রাস নির্মূল করে বিদেশি বিনিয়োগ সৃষ্টি করে দেশ থেকে বেকারত্ব দূর করতে সহায়তা করবে।
তিনি রোববার রাতে পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চল মাঠে র্যাব-১৩ রংপুরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি একেএম নূর-উন-নবী চৌধুরী, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
র্যাব মহাপরিচালক বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক গতিধারা ধরে রাখতে পারলে দেশের বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। এর ফলে দারিদ্রের হার ৮ শতাংশের নিচে নেমে আসবে। র্যাব-১৩ রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ও সন্ত্রাস দূর করে যাচ্ছে এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। এসময় তিনি র্যাব-১৩ কে আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন