শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাটু‌রিয়ায় তুচ্ছ ঘটনায় মারামা‌রি‌তে যুবকের মৃত‌্যু, আটক ২

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ২:১৩ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় তুচ্ছ ঘটনায় মারামা‌রি‌তে জাহাঙ্গীর আলম নামের এক যুবকের মৃত‌্যু হয়েছে।

এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২ যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনা‌টি ঘ‌টে‌ছে র‌বিবার রা‌তে সাটু‌রিয়া উপজেলার ধান‌কোড়া ইউ‌নিয়‌নের গোলড়া এলাকায়।
নিহত যুবক মা‌নিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘ শিমুল গ্রা‌মের মৃত মজলিশ খানের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। সে ডিস ব্যবসা কর‌তো ব‌লে জানা গে‌ছে‌।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটককৃতরা হলো ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার ফেরদৌস (২৫) ও শাকিব (২৬)।
জানা গে‌ছে, র‌বিবার রা‌তে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন গোলড়া এলাকায় যায় জাহাঙ্গীর এ সময় তা‌কে ক‌য়েকজন মি‌লে মার‌ধোর ক‌রে‌। এ সময় স্থানীয়রা এ‌গি‌য়ে গি‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে বা‌ড়ি পাঠা‌লে পরব‌র্তিতে রা‌তে সে মারা যায়।
স‌রেজ‌মি‌নে সোমবার ঘটনাস্থলে গে‌লে গোলড়‌া এলাকার সা‌বেক সেনা সদস‌্য সালাম মোল্লা জানায়, র‌বিবার রা‌তে লোকজ‌নের ঝগড়ার শব্দ পে‌য়ে এ‌গি‌য়ে গি‌য়ে দে‌খি অ‌নেক লোকজন জমা হ‌য়ে‌ছে। প‌রে জা‌ন্তে পা‌রি মাদক সংক্রান্ত বিষয় নি‌য়ে যুবক‌দের ম‌ধ্যে মারামা‌রি হ‌য়ে‌ছে। পরে লোকজন মার‌ধো‌রের শিকার জাহা‌ঙ্গির‌কে বা‌ড়ি পা‌ঠি‌য়ে দেয়। প‌রে রা‌তে খবর পাই সে মারা গে‌ছে। রা‌তেই পু‌লিশ এলাকায় এ‌সে ক‌য়েকজন‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে গে‌ছে।
নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই আশরাফুল ইসলাম জানায়, গোড়লা গ্রামের মো. দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীরের ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। গোলড়া এলাকায় ডিসের লাইন টানা নিয়ে একাধিকবার তাদের ঝগড়া হয়। এরই জের ধরে রবিবার রাতে দোলোয়ার ও তার ছেলে এ হত্যার ঘটনা ঘটায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, র‌বিবার রাত সাড়ে ৯ টার সময় ঘটনা জা‌ন্তে পে‌রে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি এবং এই ঘটনায় দুই জনকে আটক করে থানা নিয়ে আসি। মরদেহটি ময়না তদন্তের জন্য সোমবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন