সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ২ জনকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তাররা হলো- মানব পাচারকারী চক্রের মূলহোতা মো. আলীম হোসেন (৩০) ও মো আসলাম মিয়া (২৫)।
সোমবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, আসামী ভিকটিমদের কাছ থেকে সৌদি আরবে রেস্টুরেন্টে কাজের ভাল ভিসা, উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকরি দেয়ার লোভনীয় প্রলোভন দেখায়। এরপর সৌদি আরবে পাঠানোর নামে তাদের সৌদিতে একটি সংঘবদ্ধ চক্রের কাছে বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন