আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ব্রাজিল সমর্থক এক কিশোর ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। সোমবার (৭-নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে, কক্সবাজার পৌরসভার তারাবনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
সূত্র মতে মোঃ মুসা (১৬) নামের কিশোর ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে অসাবধানতার কারণে ঘরের ছাদ থেকে পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মুসা পৌরসভার ৫ নং ওয়ার্ডের স্থানীয় নুরুল হকের ছেলে।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের কমিশনার মোঃ শাহাবুদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে তার প্রিয় দল ব্রাজিলের পতাকা কিনে বিকালে ছাদে টাংগানোর জন্য গেলে অসাবধানতা বশতঃ ছাদ থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন'।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন