সিলেটে আদালত প্রাঙ্গনে স্ট্রোক করে মারা গেছেন তরুণ আইনজীবী মো. সালমান সিদ্দিকী আদনান। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আদনান সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি জকিগঞ্জে। তার বাবার নাম আখলাছ আলী। আদনান সিলেট নগরীর শেরুলিবাগ এলাকায় বসবাস করছিলেন। আইনজীবীরা জানান, অন্যান্য দিনের মতো আজও কর্মস্থল সিলেট আদালত প্রাঙ্গনে আসেন সালমান সিদ্দিকী আদনান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্ট্রোক করে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে সিলেটের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন