শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লার দাউদকান্দিতে দুই লক্ষাধিক টাকা জরিমানা গুনলো দুই বেসরকারি হাসপাতাল ও ফার্মেসী

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৮:৩৮ পিএম

অনিয়মের কারণে দুই লক্ষাধিক টাকা জরিমানা গুনতে হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের দুটি প্রাইভেট হাসপাতাল এবং একটি ফার্মেসীকে।

মঙ্গলবার বিকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অবস্থিত গৌরীপুর সিটি হসপিটাল এবং গৌরীপুর খিদমা ডিজিটাল হসপিটালকে বিভিন্ন অনিয়মের কারণে এক লাখ করে দুই লাখ টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। এসময় অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান সঙ্গে ছিলেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান বলেন, স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। যারা নিয়ম বহির্ভূত ভাবে হাসপাতাল পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন