দিনাজপুরের বিরলে দেহবিহীন এক নবজাতক শিশুর মাথা উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার শহরগ্রাম ইউপি’র রতনৈর গ্রামের ধানক্ষেত থেকে মঙ্গলবার বিকালে দেহবিহীন ঐ নবজাতক শিশুর মাথা পুলিশ উদ্ধার করে। স্থানীয়রা খবর দিলে বিরল থানার এসআই বাদশা আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মাথা উদ্ধার করে।
এব্যাপারে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবু বক্কর রাসেল জানান, উদ্ধারকৃত মাথাটি দেখে সদ্যজাত শিশুর মাথা মনে হয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কারা অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুটিকে ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়। পরে হয়তো কুকুর বা শিয়ালে শিশুটির দেহের অংশ খেয়ে ফেলে। কারো কোন আপত্তি বা অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত শিশুর মাথাটি স্থানীয়রা গর্ত করে মাটিতে পুঁতে দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন