মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীর আঞ্চলিক শিক্ষা অফিসের ২ কর্মকর্তার অপসারণ দাবিতে ঘেরাও

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন ও সহকারি পরিচালক ড. আবু রেজা আজাদের অপসারণের দাবিতে আঞ্চলিক শিক্ষা অফিস ঘেরাও ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষকরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আঞ্চলিক শিক্ষা দফতরের প্রধান ফটক ঘিরে এই কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বক্তারা রাজশাহী অঞ্চলের কলেজ শিক্ষক ও কর্মচারীদের এমপিও, পদোন্নতি এবং উচ্চতর স্কেল পেতে ব্যাপক অনিয়ম এবং হয়রানির অভিযোগ আনেন ড. কামাল হোসেন ও ড. আবু রেজা আজাদের বিরুদ্ধে। শিক্ষকরা অবিলম্বে এই দুই কর্মকর্তার অপসারণ দাবি করেছেন। বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশনের আয়োজনে এই কর্মসূচিতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা অংশ নেন। তারা বলেন, পরিচালক ও সহকারি পরিচালকের সকল অনিয়মের সঙ্গী মাউশি সহকারি প্রোগ্রামার ডলি রানী পাল। তদন্ত করে তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগের প্রমাণ পেয়েছে মাউশি। এরপর বরিশাল অঞ্চলে তাকে শাস্তিমূলক বদলি করা হয়। কিন্তু বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি তিনি। তাকে আগের জায়গায় ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন পরিচালক ও সহকারি পরিচালক।
অনিয়ম-দুর্নীতিতে সহযোগির শাস্তি হলেও পরিচালক-সহকারি পরিচালকের শাস্তি না পাওয়ায় ক্ষোভ জানান শিক্ষকরা। এ সময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহী জেলা সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাকশিশের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন