খুলনায় রপ্তানীযোগ্য চিংড়িতে ওজন বাড়ানোর জন্য অপদ্রব্য পুশ করার অভিযোগে একটি মাছের আড়তকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকাল ৫ টা হতে রাত ১০ টা পর্যন্ত র্যাব খুলনার নতুন বাজারে অভিযান চালায়। কর্মচারীদের দিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় মেসার্স ইমন এন্টারপ্রাইজের মালিক মিন্টু চৌধিরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত অপদ্রব্য পুশকৃত ১৫০ কেজি চিংড়ি জব্দ পূর্বক তা ধ্বংস করে।
অভিযানে অংশ নেয়া রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাস জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়ানোর জন্য সিরিঞ্জের মাধ্যমে জেলিসহ বিভিন্ন ধরণের অপদ্রব্য পুশ করে থাকে। এ সকল চিংড়ি স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সহায়তায় নতুন বাজারে অভিযান চালানো হয়। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন